সড়ক দুর্ঘটনায় বিশ্ববিখ্যাত ক্বারী শায়খ নূরীন মুহাম্মদ সিদ্দীকের ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন!
সড়ক দুর্ঘটনায় বিশ্ববিখ্যাত ক্বারী শায়খ নূরীন মুহাম্মদ সিদ্দীকের ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন!
সুদানের বিখ্যাত কারী ও হাফেযে কুরআন শায়খ নূরীন মুহাম্মদ সিদ্দিক গতকাল জুমাবার ইন্তেকাল করছেন সড়ক দুর্ঘটনায়৷ তিনি দেশের উত্তরাঞ্চল থেকে একটি দাওয়াতি সফর থেকে ফেরার পথে দুর্ঘটনায় আক্রান্ত হোন৷ তাঁর সফরসঙ্গী আরও তিনজন ইন্তেকাল করেন৷
ক্বারী নূরীন মুহাম্মদ আন্তর্জাকিত হিফজ প্রতিযোগিতায় একবার প্রথম স্থান অধিকার করেছিলেন ৪৩ দেশের মধ্যে৷
তিনি একাধিক রেওয়ায়েতে সুমধুর সূরে কুরআন তিলাওয়াত করতেন৷ খুরতুম ও দেশের বাইরেও তিনি তারাবীতে কুরআন তিলাওয়াত করতেন কান্নাভেজা কণ্ঠে৷
মুসল্লিগন মুগ্ধ হতেন তিলাওয়াতে৷ সুদানের চ্যানেলগুলোতেও তিনি নিয়মিত তিলাওয়াত করতে৷ নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে তিনি কুরআনি খেদমতে নিয়োজিত৷
পৃথিবীখ্যাত এই ক্বারীর ইন্তেকালে সুদানের ধর্মমন্ত্রী উস্তায নাসরুদ্দীন মুফরিহ শোববার্তা প্রকাশ করেন৷
ব্যক্তিগতভাবে আমি এই ক্বারীর তিলাওয়াত শুনি আবেগময় ও হৃদয়বিগলিতকারী তিলাওয়াতের কারনে৷ অর্থের দিকে খেয়াল করে তিনি তেলাওয়াত করেন৷
হঠাৎ ম়ত্যু সংবাদ দেখে শূণ্যতা অনুভব করলাম৷
আল্লাহ কুরআনের এইসেবককে জান্নাতে সুখময় জীবন দিন৷
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)