Story গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Story গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

#এক_বাবার_আর্তনাদ

#এক_বাবার_আর্তনাদ : ঢাকা-চট্টগ্রাম ট্রেনে উঠেই দেখি আমার উল্টো দিকে এক অসুস্থ্য বৃদ্ধ মাথা নীচু করে বসে আছেন। টিটিকে টিকিট দেখাতে না পেরে ভদ্রলোকের চোঁখে মুখে এতটাই অপরাধী ভাব যেনো এক, খুনের মামলার আসামী। টিটির অকথ্য ভাষার গালাগালি আমি tolarate করতে পারছিলাম না। একটু কর্কষ ভাষায় বলে ফেললামঃ "টিটি সাহেব ফাইনসহ কত? আমি দেবো।" টিটি বললোঃ "আপনি দেবেন কেনো? আমিঃ "তাতে আপনার কি? টাকা নিয়ে রশিদ কেটে দিন।" রশিদটা বৃদ্ধের হাতে দিয়ে বললামঃ "বাবা, রশিদটা রাখুন। পথে লাগতে পারে।" কাঁদতে কাঁদতে বৃদ্ধ বললোঃ "বাবা তুমি আমার আমার মান সন্মান বাঁচালে।" পরিস্থিতি স্বাভাবিকের জন্য মৃদু হেঁসে বললামঃ "আপনি ঢাকায় কোথায় থাকেন?" বৃদ্ধ বললোঃ"সে এক ইতিহাস। আপনার কি শোনার সময় হবে?" আমিঃ "অবশ্যই, বলুন।" বৃদ্ধ বললোঃ "আমি পাইকপাড়া বশিরউদ্দিন স্কুলে B.Sc শিক্ষক ছিলাম।" শিক্ষক শুনেই আমিঃ "স্যার, আমাকে তুমি করে বলবেন।" স্যারঃ "বাইশ বছর পর স্যার শব্দটি শুনে চোঁখের পানি ধরে রাখতে পারলাম নারে বাবা।" টিস্যু এগিয়ে দিয়ে বললামঃ "স্যার, আপনার গল্পটা বলুন।" স্যারঃ"তিন বছর বয়সের যমজ দুটো ছেলে আর মেয়েটি জন্মের সময় ওদের মায়ের মৃত্য হলো। সন্তানদের দিকে তাঁকিয়ে আর বিয়ে করলাম না। পাইকপাড়ায় মাথা গুঁজার ঠাঁই করি। সন্তানদেরকে বাবা-মায়ের আদর দিয়ে বড় করলাম। বড় ছেলেটা বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করলো। ছোট ছেলেটা ঢাকা মেডিক্যাল থেকে পাশ করলো।" আমিঃ "মেয়েটিকে কি পড়ালেন?" স্যারঃ "নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষজনের ধারনা মেয়েকে লেখা পড়া শিখিয়ে লাভ কি? পরের বাড়ী চলে যাবে। বরঞ্চ ছেলেকে সুশিক্ষিত করে তুললে বৃদ্ধ বয়সে একটু মাথা গুঁজার ঠাঁই হবে। আমরা খুব স্বার্থপর জাতিরে বাবা। মেয়েটি ইন্টারমিডিয়াট করার সাথে সাথে বিয়ে দিয়ে দিলাম। ছাত্রী ভালো ছিলো।" আমিঃ "তারপর?" স্যারঃ "ছেলে দুটোকে বিয়ে করালাম। ছেলে দুটোর অনুরোধে জমিটুকু বিক্রী করে বড় ছেলে পল্টনে আর ছোট ছেলে উত্তরায় ফ্ল্যাট কিনলো।" আমিঃ "মেয়েকে কিছুই দেন নাই?" কাঁদতে কাঁদতে স্যারঃ "সেটাই একটা বিরাট ভুল। ছেলের বৌদের সিদ্ধান্ত প্রতি মাসের ১ হতে ১৫ বড় ছেলের বাসায় আর ১৫-৩০ ছোট ছেলের বাসা সুটক্যাস নিয়ে ছুঁটাছুটি। মেয়ে অবশ্য বহুবার বলেছে আব্বা আপনি আমার কাছে চলে আসেন। কোন মুখ নিয়ে যাবো? কতদিন যাবৎ বুকের বাম দিকটা ব্যাথা করছে।" আমিঃ "ডাক্তার দেখাননি?" মৃদু হেঁসে স্যারঃ "ডাক্তার আবার, ছোট বৌমাকে বললাম আর কয়েটা দিন থাকি। সে সুটকেসটা বাহিরে ফেলে দিয়ে ইংরাজীতে বললো See you next month। বড় ছেলের বাসায় গিয়ে দেখি তালা মারা। দাড়োয়ান বললো ওরা দু সপ্তাহের জন্য মালেশিয়া গেছে। তারা জানে নির্ধারিত সময়ানুযায়ী আমার আসার কথা। পকেটে বিষ কেনার পয়সাও নেই। তাই ভাবলাম মেয়েই শেষ অবলম্বন।" আমিঃ "মেয়ে কি করে?" স্যারঃ "স্বামীটা খুব ভালো। ওকে শাহজালাল থেকে কম্পিউটার সায়েন্সএ পাড়িয়ে ওরা দুজনই প্রাইভেট ব্যাঙ্কে আছে।" আমিঃ "আপনার মেয়ে যদি আপনাকে গ্রহণ না করে।" স্যারঃ "মেয়ের পায়ে ধরে কান্না করলে। আমাকে তাঁড়িয়ে দেবে না।" আমিঃ "এতো আত্মবিশ্বাস? মেয়ে কি জানে আপনি আসছেন।" স্যারঃ "না, আমারতো মোবাইল নেই।" আমিঃ "নম্বর দিন, কথা বলিয়া দিচ্ছি।" স্যারঃ "না না বাবা, মোবাইলেতো মেয়ের পাঁ ধরে মাফ চাইতে পারবো না। পরে যদি নিষেধ করে দেয়।" আমি বলছি আপনার মেয়ে কনোদিন বাবা-মাকে তাঁড়িয়ে দেবে না। এক প্রকার জুড় করে ফোন ডায়রী দেখে স্পিকার অন করে ডায়াল করলাম আমিঃ "হ্যালো, আপনি কি শাহানা?" অপরপ্রান্তঃ "জ্বী, কে বলছেন?" আমিঃ "একখানা সুখবর দেওয়ার জন্য ফোন করলাম।" অপর প্রান্তঃ "কিসের সুখবর?" আমিঃ "কিছুক্ষনের মধ্যে আপনার বাবা অর্থাৎ স্যার রেল স্ট্যাশনে পৌঁছাবেন।" মেয়েটি চিৎকার দিয়ে বলে উঠলোঃ "এই শুনছো, আব্বা আসছেন। চলো আমরা স্ট্যাশনে যাই। কতদিন হয় আব্বাকে দেখি না। নিবিড় চল বাবা, তোর নানা ভাই আসছে, চল স্ট্যাশনে যাই।" কিছুক্ষন পর স্ট্যাশনে ট্রেনটি ধীর গতিতে চলছিলো। জানালা দিয়ে তাঁকিয়ে দেখলাম। ঘরের সাধারণ কাপড় পড়া স্বামী/সন্তানসহ এক নারী অধীর আগ্রহে তাঁকিয়ে যাত্রী খুঁজছিলো। তাঁকানো দেখেই বুঝে গিয়ে স্যারকে বললামঃ "আপনার মেয়ে?" স্যার বেশ নার্ভাস স্বরে বললোঃ "হো মা।" আমি ইশারা দিতেই ওরা দরজার সামনে এসেই। স্বামী স্যারের ভাঙ্গা সুটকেসটা নিয়ে পাঁ ছুঁয়ে প্রণাম করলো। মেয়েটি বাবাকে জঁড়িয়ে ধরে কাঁদছিলো। স্যারের চোঁখ ভরা অশ্রু আমাকে বায় দিলো। ট্রেন ছুটতে লাগলো।মেয়ে,জামাই আর নাতি স্যারকে ধরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে আর ট্রেনটির দিকে তাকাচ্ছিলো। মেয়েটির কান্না দেখে মনে হলো মা তাঁর হাঁরিয়ে যাওয়া সন্তানকে বহুদিন পর ফিরে পেলো। আকাশের দিকে তাঁকিয়ে ভাবছিলামঃ "আজ আমার বাবা বেঁচে থাকলে এই আনন্দের থেকে আমিও বঞ্চিত হতাম না।" #লেখা গুলা ভালো লাগলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে পাশে থাকবেন 🙏🙏🙏 #সবাই_মা_বাবার_সেবা_করার_চেষ্টা_করবেন

স্যার ও ছাএের ভালবাসা এর একটি সত্য গল্প

একটা টিউশনি করবে? : কোথায়? : ষোলশহর। : ছাত্র না ছাত্রী? : ছাত্র।অষ্টম শ্রেণিতে পড়ে। : ছাত্র পড়াব না। : বিরাট পুলিশ অফিসারের ছেলে। বাবা ডিআইজি। ভালো বেতন দেবে। ভালো নাস্তা পাবে। আরে এতো বড়ো পুলিশের ঝাড়ুদার হতে পারাও ভাগ্যের। সুপারিশে চাকরিও হয়ে যেতে পারে। দুদিন পর আইজিপি হবেন। টিউশনি শুধু টাকা নয়, টাকার চেয়ে বড়ো কিছু। এটি বিসিএস-প্রস্তুতির একটি মোক্ষম কৌশল, টাকা তো আছেই। রাজি হয়ে যাই রাজীবের প্রস্তাবে। রাজীব বলল : বেতন মাসে আটশ টাকা। সে সময় আটশ অনেক মোটা অঙ্কের টাকা। এত আকর্ষণীয় বেতনের টিউশনিটা রাজীব নিজে না-করে কেন যে আমাকে দিচ্ছে বুঝতে পারছিলাম না। কিছু সমস্যা তো আছেই! : তুমি করছ না কেন? : আমার সময় নেই। ডিআইজি সাহেবের ছেলের নাম ওমর। ফর্সা, তবে ধবধবে নয় কিন্তু বেশ মায়াময়। বিশাল বাসা, বারান্দায় দামি ফুলের টব। চারিদিকে সমৃদ্ধির ছড়াছড়ি। রাজীব আমাকে পরিচয় করিয়ে দিয়ে চলে গেল। ওমর সালাম দিয়ে বলল : স্যার, বিড়াল প্রথম রাতেই মেরে ফেলা উচিত। আমার কথা নয়, আমার ডিআইজি বাবার কথা, ঠিক না? : ঠিক। কিন্তু বিড়াল কোথায়? : আছে স্যার, আছে। অনেক বড়ো বিড়াল। : আমি বিড়াল মারব কেন? : একটা কথা বলব? : বলো। : আগের কথা আগে বলে দেওয়া ভালো। রাখলে আমারও লাভ আপনারও লাভ। নইলে দুজনেরই ক্ষতি। আমি চাই না আপনার ক্ষতি হোক। : কী কথা বলে ফেল। ওমর বলল : আপনার বেতনের চল্লিশ পার্সেন্ট আমাকে দিয়ে দিতে হবে। আপনার বেতন আটশ টাকা। চল্লিশ পার্সেন্টে হয় তিনশ বিশ টাকা। তবে আমাকে তিনশ টাকা দিলেই হবে, বিশ টাকা আপনার বখশিস। কী বলেন স্যার? প্রথমে মাথাটা ঝিম ঝিম করে ওঠে। ইচ্ছে করছিল ঘুরিয়ে একটা চড় দিই। হাত এগিয়ে নিয়েই থামিয়ে ফেলি। মুহূর্তের মধ্যে স্বাভাবিক করে ফেলি নিজেকে। তারপর সহজ গলায় আদর মেখে বললাম : কম নেবে কেন বাবা? : এমনি। : না, আমি পুরো তিনশ বিশ টাকাই দেব। : তাহলে স্যার ভাংতি দিতে হবে। আমি একশ টাকার নিচে ভাংতি রাখি না। : তাই হবে। বিচিত্র অভিজ্ঞতার আশায় আমার মনটা ফুরফুরে হয়ে ওঠে। মজার হবে টিউশনিটা, দেখি কতদূর যেতে পারে ওমর। মাস শেষ হওয়ার কয়েক দিন আগে আমি একটি খামে করে তিনশ বিশ টাকা ওমরের হাতে তুলে দিই। ওমর যথাসময়ে টাকা পেয়ে খুশি। হাসি দিয়ে বলল : স্যার, আপনি খুব ভালো মানুষ। আমি বললাম : তুমি আমার কাছ থেকে শিখছ আর আমি শিখছি তোমার কাছ থেকে। পরস্পরের বেতন যথাসময়ে দিয়ে দেওয়া উচিত। তাহলে শ্রমের মর্যাদা মাসের প্রথমদিকে হাসার সুযোগ পায়। ওমর বলল : থ্যাংক ইউ স্যার। সব মানুষ যদি আপনার মতো হতো! চার মাস পর ডিআইজি সাহেব পড়ার রুমে এলেন। এতদিন তাকে একবারও দেখিনি, বেশ গম্ভীর চেহারা, দেখলে সমীহ আসে। চোখের চশমায়, দামটা পুলিশের পোশাকের মতো ঝিলিক মারছে, হাতের ঘড়িতে আরও বেশি।তিনি ওমরের একটি খাতা হাতে তুলে নিয়ে দেখতে দেখতে বললেন : মাস্টার সাহেব, আপনার বেতন চারশ টাকা বাড়িয়ে দিলাম। : কেন স্যার? আমরা পুলিশের লোক। গুণীর কদর করতে জানি। এ পর্যন্ত কোনো শিক্ষক আমার ছেলের কাছে দুই মাসের বেশি টিকেনি। প্রত্যেকে আমার ছেলেটাকে বকা দিয়েছে, মেরেছে, অশ্রাব্য কথা বলেছে। ছেলে কেবল আপনারই প্রশংসা করেছে। আপনি নাকি অনেক ভালো পড়ান। তিনি একটা কলম ও একটা ডায়েরি আমার হাতে দিয়ে বলেন : এগুলোর আপনার উপহার। : থ্যাংক ইউ স্যার। কলমটা ছিল সম্ভবত পার্কার। তখন তো আর মোবাইল ছিল না, ওই সময় পার্কার ছিল আমাদের কাছে স্মার্ট ফোনের মতো লোভনীয়। ডিআইজি সাহেবে চলে যেতে ওমর বলল : স্যার। তুমি কী কলম আর ডায়েরি হতেও ভাগ চাইছ? ওমর হেসে বলল : না স্যার। বস্তুতে আমার আগ্রহ নেই। টাকা হলে সব বস্তু পাওয়া যায়। : তবে? : আমার পাওনা এখন চারশ আশি টাকা। আমি আশি টাকা নেব না, একশ টাকা নেব। তার মানে পাঁচশ টাকা। : ঠিক আছে। খুব বেশি না হলে আমার বেশি দিতে কষ্ট লাগে না। তুমি আমার শিক্ষক, তোমাকে বিশ টাকা বেশি দিতে না-পারলে আমার জ্ঞান অর্জন হবে কীভাবে? ওমরের হাসিটা আরও বিস্তৃত হলো। কমিশন নিলেও পড়াপাড়ি বেশ ভালোই হচ্ছে।আরও তিনি মাস কেটে যায়। এরমধ্যে, আমার বেতন আরও দুইশ টাকা বেড়ে গেছে। ওমরকে এখন টাকা দিতে কষ্ট হচ্ছে না। জীবনে প্রথম শেখলাম-- দেওয়া- নেওয়ার মাহাত্ম্য। ওমর একটা জীবন্ত স্মার্ট ফোন। সেদিন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। ওমরকে অন্যদিনের চেয়ে বেশ আনমনা মনে হচ্ছে। বললাম : কী হয়েছে? : স্যার, আমাকে একটা কাজ করে দিতে হবে। : কী কাজ? : একটা চিঠি লিখে দিতে হবে। : চিঠি তো লিখেই দিই। : স্কুলের চিঠি নয়। : কোন চিঠি? : আমার প্রেমিকা, সরি স্যার বান্ধবীকে দেওয়ার জন্য। : কী লিখব? : আপনার মতো করে আপনি লিখে দেবেন। আমি তাকে ভালোবাসি। তাকে না- দেখলে বুকটা কেমন মোচড় খায়। কিছু ভালো লাগে না। সে খুব সুন্দর। চিঠি লিখে দিলাম গভীর ভাষায়, প্রেমের মমতায়। রাস্তায় এসে ইচ্ছেমতো হাসলাম। ওমর আর রেহাই পাচ্ছে না। বাসে উঠতে গিয়ে দেখি, ফারহাদ। আমার ক্লাসম্যাট এমদাদের ছোট ভাই। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে। সাবজেক্টটা ঠিক মনে পড়ছে না। আমাকে সালাম দিয়ে বলল : ভাইজান, আমাকে একটা লজিং দেবেন? : আমি তো লজিং নিয়ে থাকি না। এমদাদের কাছে অনেকগুলো লজিং আছে। আমাকেও বলেছে, কাউকে পেলে খবর দেওয়ার জন্য। তাকে গিয়ে বলো। : বলেছিলাম, দেবে না। : কেন? : সে আমাকে লজিং দেবে না। ফরহাদকে বিদায় করে নিজের রুমে চলে যাই। শুক্রবার বন্ধুদের নিয়ে বেড়াতে যাবার কথা কিন্তু যাওয়া হলো না। ওমর খবর পাঠিয়েছে, শুক্রবার তাদের বাড়ি যেতে হবে। তার শুভ জন্মদিন। কী নিয়ে যাই? অনেক চিন্তাভাবনা করে ওমরের বান্ধবী নিহা নিশিতাকে দেওয়ার জন্য একটা চিঠি লিখি। ওমর চিঠি পড়ে এত খুশি হয় যে, সে মাসের পুরো কমিশনটাই আমাকে ফেরত দিয়ে দেয়। অবাক হয়ে বললাম : ফেরত দিলে যে? ওমর আমাকে আরও অবাক করে দিয়ে বলল : আপনার লেখার সম্মানি। স্যার, চিঠিটা একদম ফাটাফাটি হয়েছে। লেখার সম্মানি! আমি চমকে উঠি। লেখার প্রথম আয়, এ তো বিশাল কারবার! তাহলে কেন এতদিন লিখিনি! ওমরের উৎসাহে উৎসাহিত হয়ে পত্রিকায় লেখা শুরু করি। তারপর আস্তে আস্তে লেখা আমার নেশা হয়ে যায়। যতই গল্প করি, যতই প্রেমপত্র লিখে দিই না কেন, লেখাপড়ায় ওমরকে এমন কৌশলে ব্যস্ত রাখি যে, সে ধীরে ধীরে বইয়ে ঝুঁকে পড়ে, তার সব আনন্দ অন্যান্য জায়গা হতে বইয়ের পাতায় এসে ভীড় করতে শুরু করে। আগে তার বাবাকে বলত চকলেটের কথা, এখন বলে বইয়ের কথা। আগে ইলেকট্রনিক্স সামগ্রীতে তার আলমিরা ছিল ভর্তি; এখন সেখানে ঠাঁই পেয়েছে এনসাইক্লোপেডিয়া ব্রিট্রানিকা, পৃথিবীর বিখ্যাত লেখকদের নানা বই। আমার কাছ থেকে নাম নিয়ে যায় বইয়ের, নিয়ে আসে তার বাবাকে দিয়ে। দেশে না পেলে বিদেশ থেকে। কত দামি দামি বই, আমার কাছে মনে হতো : সামর্থ্যবানদের ইচ্ছাই প্রাপ্তি। আরও তিন মাস পর আমার বেতন হয় পনেরশ টাকা। বিশাল অঙ্ক, অনেক সরকারি অফিসারও তখন এত বেতন পেতেন না। এখন ওমরের পাওনা গিয়ে দাঁড়ায় ছয়শ টাকায়। মাসের শেষদিন ওমরকে ছয়শ টাকা দিতে যাই। লজ্জায় চোখটা নিচু করে ফেলে সে। আগের মতো দ্রুত হাত এগিয়ে দিচ্ছে না : সরি স্যার। : নাও তোমার টাকা। : লাগবে না স্যার। : আরে নাও। আমি অত টাকা দিয়ে কী করব? : স্যার, একমাসে যতটাকা আপনাকে দিই, আমি একদিনে তার চেয়ে অনেক বেশি দামের চকলেট খাই। একটা চকলেটের দাম একশটাকা, দিনে বিশটা চকলেট আমি একাই খাই। বাবার হুকুমে সুইজারল্যান্ড থেকে আসে। তারপরও আমি বললাম : নাও। : লাগবে না স্যার। : আগে লাগত কেন? তাস খেলতাম, নিহা নিশাতকে দিতাম। এখন তাস খেলা সময় নষ্ট মনে হয়, বই পড়ি। নিহা নিশাতকে যতক্ষণ দিই ততক্ষণ খুশী থাকে, শুধু চায় আর চায়। বই শুধু দিয়ে যাই, কিছুই চায় না। আমি সাফল্যের হাসি নিয়ে বের হয়ে আসি। বার্ষিক পরীক্ষার পর ওমরদের বাসায় যাওয়া বন্ধ হয়ে যাই। ডিআইজি সাহেব বলেছেন এক মাস পর থেকে আবার পড়ানো শুরু করতে। আমার মতো ভালো মাস্টারকে তিনি ছাড়বেন না। বদলি হলে সেখানে নিয়ে যাবেন। পনের কী বিশদিন পর দেখি আমার মেস-বাসার সামনে একটা বিরাট গাড়ি দাঁড়িয়ে। দেখলে বোঝা যায় বড়ো পুলিশ অফিসারের গাড়ি। হন্তদন্ত হয়ে বের হয়ে আসি। ওমর আর তার বাবা গাড়ি হতে নামছেন। ডিআইজি সাহেব বললেন : মাস্টার সাহেব, আমার ছেলে বার্ষিক পরীক্ষায় তৃতীয় হয়েছে। এর আগে কোনোদিন পঞ্চাশেও ছিল না। এক বছরের মধ্যে আপনি আমার ছেলেটাকে পরিবর্তন করে দিয়েছেন। এটি আমার কাছে অলৌকিক মনে হয়। প্রশংসা আমার মনে অদ্ভুত এক আনন্দ বইয়ে দিল। ডিআইজি সাহেব আমার হাতে একটা ঘড়ি তুলে দিয়ে বললেন : আমার ছোট ভাই আমার জন্য সুইজারল্যান্ড থেকে এনেছেন। আপনাকে দিলাম। এটি কোনো বিনিময় নয়, উপহার; ভালোবাসার নিদর্শন। আনন্দে আমার চোখ ঝাপসা হয়ে আসে। এমনভাবে কেউ আমাকে কোনোদিন এমন উপহার দেননি। ওমর আমার পায়ে ধরে সালাম করে বলল : স্যার, আপনি আমাকে বদলে দিয়েছেনে। ডিআইজি সাহেব ওমরের এমন আচরণে আবেগপ্রবণ হয়ে আমাকে জড়িয়ে ধরেন : মাস্টার সাহেব, ওমর আমাকেও পাত্তা দিত না। এ পিচ্চি ছেলের কাছে আমি ছিলাম কেবল টাকার-ঝুড়ি। আপনি তাকে জানোয়ার থেকে মানুষ করে দিয়েছেন। বলুন কীভাবে সম্ভব হয়েছে? বললাম : ভালোবাসা, শুধুই ভালোবাসা। : আপনি আমার কাছ থেকে কী চান? : ভালোবাসা, শুধুই ভালোবাসা ঘটনার সময়কাল : জানুয়ারি ১৯৮৬।... [ #লেখকঃ বিশিষ্ট লেখক ড. আমিন স্যারের "ভালবাসা, শুধুই ভালবাসা'' গ্রন্থে তার জীবনের সত্য ঘটনা অবলম্বনে লেখা একটি গল্প। ]

একা একা কবর খোঁড়ার পর!!

একা একা কবর খোঁড়ার পর!! "লোকটা তেজারতির ব্যবসা করতেন বলেই কি তার জানাযায় লোক হয়নি??তেজারতি নাকি হারাম!অথচ এদিয়ে কতই উপকার হয় মানুষের?? নিজের ভাই যেখানে সামান্য টাকা দিয়ে সাহায্য করে নাহ সেখানে কতই নাহ উপকার করেন এই তেজারতি কারবারিরা??বিনিময়ে লাভ করবেন নাহ??এই লাভটাই নাকি হারাম!!এই দুনিয়ায় লাভ ছাড়া কিছু হয়??এলাকার মানুষের নিষেধ অমান্য করে ইস্কান্দার মির্জা এসেছেন জানাযায়।তার হিসেবে সুদের ব্যবসা অন্যায় কিছু নয়।এসে লাভ ও হয়েছে ঢের।বেশকিছু দলিল পত্র হাতিয়ে নিয়েছেন ইস্কান্দার মির্জা। কোমরে সেটি গুঁজে ফেলেছেন।এদিকে তেজারতি ব্যবসার মুকুটহীন সম্রাট নূরে এলাহির কবরে শোয়াইতে লোকের সংকট দেখা দিলো!তার ছেলেরা থাকে বিদেশে।এলাকার গুটিকয়েক যারা এসেছেন তারা রোগাক্রান্ত দেখতে!অগত্যা ইস্কান্দার মির্জা একাজে ও এগিয়ে আসলেন!লাশ নামিয়ে বিজয়ের হাসি দিলেন।আজকে লোকটার জানাযায় এসে কোটিপতি বনে যাওয়ার আনন্দের ঘটনা কয়জনের জীবনে ঘটে??জানাযা শেষে দীর্ঘ মোনাজাত হলো। ইস্কান্দর কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠলো!বাসায় ফিরতে ফিরতে ইস্কান্দার ভাবলেন নিজেও বিশাল তেজারতির কারবারি হবেন!লোকেদের সুদের বিনিময়ে ঋণ দেয়া পাপের কিছুই নাহ।বাসায় ফিরে গোসল করতে যাবেন কোমরে গুঁজে রাখা কোটিপতি হওয়ার কাগজগুলো বের করতে গেলে পুরো দুনিয়া কেঁপে উঠলো ইস্কান্দর মির্জার!!কাগজ নেই!!তখনি বেরিয়ে গেলেন পুরো রাস্তা খুঁজে পাওয়া গেল নাহ কাগজ।কবরস্থানে গেলেন নাহ হদিস নাই কাগজটার!কাগজটা যে কবরেই পড়ে গেছে বুঝতে বেশিক্ষণ লাগলো নাহ ইস্কান্দার মির্জার!এখন সমাধান??একমাত্র সমাধান হলো কবর খুঁড়ে কাগজ উদ্ধার করা!এটা রাত ছাড়া সম্ভব নয়।এদিকে আকাশজুড়ে মেঘের ঘনঘটা! বৃষ্টি পড়লেই সব শেষ!!আল্লাহ আল্লাহ করে রাত ঘনিয়ে এলো।দ্রুতই রাস্তাঘাটে মানুষের সংখ্যা কমে গেল।শক্তিশালী টর্চ নিয়ে প্রয়োজনীয় অস্ত্র নিয়ে একাই গেলেন কবর খুড়তে!থমথমে পরিবেশে কবর খুড়তে লাগলেন ইস্কান্দার মির্জা!! দীর্ঘ পরিশ্রম শেষে কবর খুড়ে বাঁশ চাটাই সরিয়ে ইস্কান্দার মির্জা পাথর হয়ে গেলেন!লাশটা উল্টে আছে!!মুখে টর্চ মারতে দেখা গেল মানুষের মল উপচে পড়ছে!গায়ে কালো কুচকুচে ছোট্ট ছোট্ট সাপ মাংস ভেদ করে শরীরে প্রবেশ করছে!!নূরে এলাহীর দেহ কেমন নীলাভ আকার ধারন করছে!!রোবট এর মতন ইস্কান্দার মির্জা পুনরায় কবর মাটিতে ভরে দেন।সব ঠিকঠাক করতেই ঝুম বৃষ্টি নামে!বৃষ্টিতে ভিজতে ভিজতেই তওবা করতে করতে বাসায় ফিরেন ইস্কান্দার মির্জা!! বিড়বিড় করে বলতে লাগলেন "আল্লাহ সুদকে করেছেন হারাম।।ব্যবসাকে করেছেন হালাল!! (ছবির সাথে ঘটনার সম্পর্ক নাই।বহুবছর আগে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া একটি ঘটনা অবলম্বনে লেখা)

ভয়ঙ্কর নেশা, মানুষের মাংস রান্না করে খাওয়া!

#বিস্তারিতঃ #আজ থেকে প্রায় দেড়শ বছর আগে তৎকালীন জার্মানির মুয়েনস্টারবার্গে বসবাস করত কার্ল ডেনকে, মানুষের কাছে যে পরিচিত ছিল এক আপাদমস্তক ভদ্রলোক হিসেবে। কিন্তু এই লোকটির ছিল এক ভয়ঙ্কর নেশা, মানুষের মাংস রান্না করে খাওয়া!
কার্ল ডেনকের জন্ম ১৮৭০ সালের ১০ আগস্টে, ওবেরকুনজেন্ডরে, আজ যেটা ক্যালিনোইস গোর্ন নামে পরিচিত। দশ বছর বয়সে সে পরিবারের সাথে মুয়েনস্টারবার্গে (আজকে যেটা পোল্যান্ডের জিয়েবিচ) চলে আসে। ছোটবেলায় সে ছিল সরল প্রকৃতির। একই সাথে ছিল একগুঁয়ে ধরনের। কিছুদিন স্কুলে গেলেও শিক্ষকেরা তার উপর অত্যন্ত বিরক্ত ছিল। পড়ালেখার প্রতি আগ্রহ কিংবা কোনো কিছু আয়ত্ত করার মতো মানসিকতাই ছিল না তার। এজন্য প্রায়ই শাস্তি দেয়া হত তাকে। বারো বছর বয়সে সে স্কুল ছেড়ে দেয়, চলে যায় বাড়ি ছেড়েও। তার বয়স যখন পঁচিশ, তখন বাবা মারা যায়। এরপর পরিবার থেকে কিছু টাকা পেয়ে জমি কিনে চাষবাসের চেষ্টা করলেও ব্যর্থ হয়, বিক্রি করে দেয় জমি। তারপর একটা বাড়ি কিনলেও, মন্দার কারণে সেটাও বিক্রি করে দিতে বাধ্য হয় সে। বড় হবার পর থেকে তার মধ্যে একাকী থাকবার প্রবণতা দেখা দেয়। তার পরিবারের লোকজন জানায়, ভয় কিংবা বিরক্তি এই দুটো ব্যাপার কখনোই ডেনকের মধ্যে দেখা যায় নি। এমনকি তারা তাকে কখনো অতিমাত্রায় রাগ পর্যন্ত করতে দেখে নি। যৌবনে তো সে একাই থাকত নিজের মতো। কেবল একবার পরিবারের লোকজনের সাথে খেতে এসেছিল সে। ঐ একবারের আগমনটাই মনে রয়ে গেছে তাদের, কারণ ডেনকে সেবারে একাই সাবাড় করেছিল ১ কেজির মত মাংস। তবে শহরের মানুষের কাছে ডেনকে পরিচিত ছিল তার ভদ্রতা, নম্রতা আর বিনয়ের জন্য। মাঝেমধ্যে মানুষকে সাহায্যের জন্যও তার সুখ্যাতি ছিল। স্থানীয় চার্চে বাদ্যযন্ত্র বাজাত সে। চমৎকার আচরণের জন্য তার একটা ডাকনামও জুটেছিল, ঠিক ধর্মীয় যাজকদের মত, ‘ফাদার ডেনকে’। এই ভদ্রতার আড়ালের চেহারাটি প্রকাশ পাবার দিনটি ছিল ১৯২৪ সালের ডিসেম্বরের ২১ তারিখ। সেদিন বেলা ১টার দিকে স্থানীয় পুলিশ স্টেশনে ছুটে এল এক লোক, রক্ত ঝরছিল তার শরীর থেকে। ভয়ার্ত চেহারায় সে পুলিশকে জানাল, কার্ল ডেনকে নাকি একটা কুঠার দিয়ে তাকে মারার চেষ্টা করেছে। ভিনসেনজ অলিভার নামের এই লোকটি ছিল ভ্যাগাবন্ড প্রকৃতির। ওদিকে মুয়েনস্টারবার্গের মানুষ ডেনকেকে চিনত একজন ভালো মানুষ হিসেবে। মাত্র নয় হাজার মানুষের বসবাস ছিল সেই শহরে, যেখানে মোটামুটি সবাই সবাইকে চিনত। তাই শুরুতেই পুলিশ বিশ্বাস করল না অলিভারকে। একজন ডাক্তার অলিভারের আঘাতটা পরীক্ষা করে পুলিশকে নিশ্চিত করল যে, তাকে কোনো ভারী অস্ত্র দিয়েই আঘাত করা হয়েছে। এরপর ডেনকেকে গ্রেফতার করল পুলিশ। সে অলিভারের উপর হামলার কথা স্বীকার করল। কিন্তু অলিভারকে একজন চোর ভেবেই তার উপর আঘাত করেছে, এমনটাই দাবি করল সে। অবশ্য নিজের দাবিটা প্রমাণ করে পুলিশের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আর অপেক্ষা করেনি ডেনকে। তাকে থানার হাজতে আটকে রাখার কয়েক ঘণ্টা পরেই সেখান থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ। শহরের মানুষের কাছে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ডেনকে আত্মহত্যা করে গলায় রুমাল পেঁচিয়ে। ডিসেম্বরের ২৪ তারিখে পুলিশ যায় ডেনকের বাড়িতে। ঘটনার তদন্তকারী কর্মকর্তা ফ্রেডেরিখ পিয়েত্রুস্কির রিপোর্ট থেকে জানা যায় তারা কী বীভৎস দৃশ্য দেখেছিল সেখানে। সে বাড়িতে পাওয়া গিয়েছিল টুকরো টুকরো মাংস আর হাড়। মাংসগুলো চুবানো ছিল একটা কাঠের ড্রামে লবণ মেশানো পানিতে। মাংসের রং আর প্রকৃতি দেখে তদন্তকারী বিশেষজ্ঞরা জানান, ভিকটিমদের মেরে ফেলার কয়েক ঘণ্টা পর তাদের শরীর টুকরো করার কাজ শুরু করত ডেনকে। তিনটা পাত্রে পাওয়া গিয়েছিল রান্না করা মাংস, সাথে ছিল ক্রিম সস। একটা পাত্রের অর্ধেক পরিমাণ মাংস ছিল না। বোঝাই যাচ্ছিল, গ্রেফতার হবার আগ মুহুর্তে সেটুকু খেয়েছিল ডেনকে। শরীর থেকে মাংস কেটে নিয়ে রান্না করে ডেনকে তো নিজে খেতই, সেগুলো বাজারেও বিক্রি করত শুকরের মাংস বলে। আর সে মাংস দিয়ে আপ্যায়ন করত তার ভিকটিমদের কার্ল_ডেনকে,,!!সে বাড়িতে আরো পাওয়া গিয়েছিল একটা গামলা ভর্তি চর্বি। সেগুলো পরীক্ষা করেও পাওয়া গিয়েছিল মানব প্রোটিনের অস্তিত্ব, মানে ওগুলো ডেনকের হাতে খুন হওয়াদের শরীর থেকেই নেয়া। ডেনকের বাড়িতে, বাড়ির পেছনের জলাশয়ে আর সে শহরের ধারের এক বনের মধ্যে পাওয়া গিয়েছিল মানব শরীরের বিভিন্ন অংশের অবশিষ্টাংশ। তার মধ্যে ছিল হাত, পা, উরু, গলা, বুকসহ মানুষের শরীরের প্রায় সমস্ত অংশের হাড়। আর পাওয়া গিয়েছিল তিনশ একান্নটি দাঁত। দাঁতগুলো রাখা ছিল একটা টাকার থলে, দুটো টিনের বাক্স আর তিনটা কাগজের ব্যাগের ভেতরে। টাকার থলেতে রাখা ছিল কেবল মাড়ির দাঁত, আর অন্যগুলোতে ছিল বাকি দাঁত। ছয়টা ছাড়া বাকি সব দাঁতই খুব ভালোভাবে সংরক্ষণের ব্যবস্থা করেছিল ডেনকে। অন্তত ২০ জন মানুষের দাঁতের নমুনা পাওয়া গিয়েছিল সব মিলিয়ে। পরীক্ষা করে যে কজনের শরীরের অংশ আলাদা আলাদাভাবে বোঝা গেছে, বিশেষজ্ঞদের মতে, তাদের মধ্যে একজনের বয়স ষোল বছরের বেশি ছিল না, একজন ছিল ত্রিশোর্ধ, দুজন বিশোর্ধ আর বাকি চারজন ছিল চল্লিশোর্ধ। ডেনকের বাড়ি থেকে যে হাড় ও অন্যান্য অংশ পাওয়া গিয়েছিল সেগুলো অন্তত আট জন মানুষের শরীরের অংশ বলে জানা যায় পরীক্ষার পর। ডেনকে তার খুন করা মানুষগুলোর চামড়া আর চর্বি থেকে বিভিন্ন দ্রব্যসামগ্রী বানাতো। প্যান্ট কিংবা মোজা বাঁধার জন্য বেল্টের মতো যে সাসপেন্ডার নামক লম্বা বন্ধনী ব্যবহার করা সেটা বানাতো চামড়া থেকে। এমনকি আত্মহত্যা করার সময় তার নিজের পরনেই ছিল এমন একটা সাসপেন্ডার। এছাড়াও চামড়া আর চুল দিয়ে দড়ি বানাত ডেনকে। চর্বি থেকে সাবান বানানোর চেষ্টার নমুনাও পাওয়া গেছে তার ঘর থেকে। সে ঘরে আরো পাওয়া যায় একসাথে বেঁধে রাখা অবস্থায় একচল্লিশটি পুরনো কাপড়ের পুটলি। বিভিন্ন মানুষের পরিচয়পত্র আর নানাবিধ কাগজও ছিল। ডেনকে ভিকটিমদের এই ব্যক্তিগত কাগজপত্রগুলো যত্ন করে সংরক্ষণ করেছিল। কয়েকটা কাগজে ডেনকের হাতে লেখা ৩০ জন মানুষের নাম পাওয়া যায়। সেখানে নারী পুরুষ উভয়ের নামই ছিল। কোনো কোনো নামের পাশে সে মানুষটির কিছু তথ্যও লেখা ছিল। সেই লিখিত নামের তালিকার কিছু লোকের পরিচয়পত্রও পাওয়া যায় ঘরে। অর্থাৎ সেই তালিকার সবাই যে ডেনকের হাতে মারা পড়ে তার পেটে গিয়েছিল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ধারণা করা হয়, অন্তত চল্লিশ জনের বেশি মানুষকে হত্যা করেছিল ডেনকে। নরঘাতক ডেনকের অস্ত্র হিসেবে ব্যবহৃত হওয়া যা কিছু সে ঘর থেকে উদ্ধার করা হয়েছিল তার মধ্যে ছিল তিনটা কুঠার, একটা বড় কাঠ কাটার করাত, একটা গাছ কাটার করাত, একটা পিকেক্স বা দুদিকেই ধারালো কুঠার আর তিনটা ছুরি। এই পিকেক্সটা দিয়েই অলিভারের উপর হামলা করেছিল ডেনকে। সবার কাছে এমন ভালো মানুষ হিসেবে পরিচিত ডেনকে কেন যে এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞ ঘটিয়েছিল তা নিয়ে আলোচনা চলতে থাকে পুলিশ এবং বিশেষজ্ঞদের মধ্যে। মানুষের যে স্বাভাবিক নৈতিকতা বোধ থাকে, এই লোকটার মধ্যে হয়ত তেমন কোনো বোধের অস্তিত্বই ছিল না। প্রচণ্ড রকমের স্বার্থপরতা কাজ করত তার ভেতরে। এমনিতে মানুষের ক্ষতি করার ইচ্ছে না থাকলেও, এমন নৃশংস কাজ সে হয়ত করেছে মূলত খাবারের চাহিদার কারণে। আর দশটা মানুষের মতো খাদ্যাভ্যাস তার ছিল না। অনেক বেশি পরিমাণ খাবারের চাহিদা থাকায় সেটা মেটানোর আর কোনো পথ খুঁজে না পেয়ে এই বীভৎস কাজে নেমে পড়েছিল সে। স্কুলে সে মার খেত বোকা বলে। চাষবাসের চেষ্টা করেও পারে নি। ব্যবসা করতে গিয়ে ধরা খেয়েছে। শৈশব কৈশোর আর যৌবনের গোটা সময় এমন সব ব্যর্থতার মধ্য দিয়ে যেতে যেতে অর্থোপার্জনের আর কোনো পথই বাকি ছিল না তার কাছে। তাই খাবার যোগাড় আর টাকা আয়ের জন্য রেলস্টেশন থেকে অপরিচিত মানুষ বাসায় নিয়ে এসে খুন করার কাজ বেছে নিয়েছিল ডেনকে। স্টেশনটা ছিল তার বাসার একেবারে কাছেই। আর তার বাসাটাও শহরের একদম বাইরের দিকে হবার কারণে, কেউ দেখে ফেলারও সুযোগ ছিল না। ছন্নছাড়া, ভিক্ষুক, স্টেশনে আসা অন্য শহরের যাত্রী- ডেনকে এমন মানুষদেরই অতিথি হিসেবে আপ্যায়ন করার আমন্ত্রণ জানিয়ে নিয়ে যেত নিজের বাসায়। ভ্যাগাবন্ড কিংবা অপরিচিতদের আর কে-ইবা বাসায় নিয়ে খাওয়াতে চায়। সহজেই তাই ডেনকের আমন্ত্রণ গ্রহণ করে তারা পা দিত নিজেদের মৃত্যুফাঁদে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এটাই, একটানা ১৫ বছর ধরে কীভাবে ডেনকে চালিয়ে গেল একের পর এক লোমহর্ষক হত্যাকাণ্ড? মুয়েনস্টারবার্গের একটি মানুষও জানতে পারল না, কীভাবে তাদের পছন্দের মানুষ ফাদার ডেনকে দিনের পর দিন তাদের বোকা বানিয়ে, মানুষের মাংস থেকে খাবার আর চামড়া থেকে জুতার ফিতা বানিয়ে বিক্রি করছিল তাদের কাছেই। এমনকি তার প্রতিবেশীরাও টের পায় নি তাদের ঘরের পাশেই কীভাবে চলছিল এই নারকীয় হত্যাযজ্ঞ। ভিনসেনজ অলিভারকে আক্রমণের আগে মাত্র দুবার এমন ঘটনা ঘটেছিল, ডেনকের হাত গলে পালিয়ে গিয়েছিল ভিকটিম, যদিও সেগুলো পুলিশ পর্যন্ত গড়ায় নি। একবার এক লোককে সারা গায়ে রক্ত মাখা অবস্থায় দৌড়ে ডেনকের বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছিল, যাকে এরপর আর কখনো পাওয়া যায় নি। কেউ সেটা পুলিশকে জানানোরও দরকার বোধ করেনি। এর কিছুদিন পরেই আরেকজন লোক ডেনকের প্রতিবেশীদের জানায়, তাকে ডেনকে শেকল দিয়ে বেঁধে রাখতে চেয়েছিল কিন্তু সে তার চেয়ে শক্তিশালী হবার কারণে নিজেকে ছাড়িয়ে আনতে পেরেছিল। কেন জানি ঘটনাটা কেউ গুরুত্বের সাথে নেয় নি। এই ঘটনার কথা সাথে সাথে পুলিশকে জানালে হয়ত ঠেকানো যেত আরও কিছু নিরপরাধ প্রাণের মৃত্যু। তবে ডেনকের প্রতিবেশীরা সবসময় তার বাসা থেকে একটা বিশ্রী রকমের কড়া গন্ধ পেত। কিন্তু কেউ কখনো ভেতরে ঢুকে দেখার আগ্রহ বোধ করেনি কী হচ্ছে তা দেখার। অবশ্য তারা একটু আশ্চর্য হত এই ভেবে যে, দুর্মূল্যের বাজারেও কীভাবে ডেনকের কাছে এত মাংসের মজুদ থাকে। তারা ধরে নিয়েছিল বাজারে মাংসের দাম চড়া হলে ডেনকে হয়ত কালোবাজার থেকে কুকুরের মাংস কিনে খেত। গভীর রাতে তার বাসা থেকে হাতুড়ি পেটানো আর করাত দিয়ে কী জানি কাটার শব্দ শোনা যেত। তখন তারা ভাবত, সে হয়ত পর দিন সকালে বাজারে বিক্রির জন্য খাবার তৈরির কাজ করছে। এই ভেবে ভেবেই তারা কখনও পাত্তা দেয় নি ডেনকের গভীর রাতের কাজকর্মকে। শহরের মানুষের নিস্পৃহতার কারণেই ডেনকের পক্ষে সম্ভব হয়েছিল দিনের পর দিন এই জঘন্য কর্মকাণ্ড চালিয়ে যাওয়া। সে রাতের বেলা ভারী বস্তা নিয়ে কোথায় যেত, আর কেনইবা খালি হাতে ফিরে আসত সেটা নিয়ে কারো মাথাব্যথা হয় নি। এত রাতে তার কী কাজ, সেই বস্তাতে কী ছিল, কেন শুধু রাতেই নিয়ে যেত সেগুলো, এসব প্রশ্নও কেউ করে নি। সে যেসব পুরনো জামা-জুতা বিক্রি করত বাজারে, সেগুলোই বা কোথা থেকে আসত সেটা নিয়েও কারো মনে সন্দেহ জাগে নি। আসলে ব্যাপারটা হলো, কারো কারো মনে ডেনকের চলাফেরা নিয়ে একটু সন্দেহ থাকলেও, সে যেহেতু শহরের অধিবাসীদের কারো ক্ষতি করে নি, তাই সেটা নিয়ে কোনো উচ্চবাচ্যও হয় নি। এ সুযোগে ডেনকে তার নৃশংস নরভোজ চালিয়ে গিয়েছিল বছরের পর বছর। [কার্লে ডেনকে নামক এক ব্যক্তি কমপক্ষে ৪২ জনকে মেরে তাদের মাংস খেয়েছেন৷ ধারণা করা হয়, তিনি গ্রামের মানুষদের মেরে তাঁদের মাংস পোল্যান্ডে শূকরের মাংস বলে বিক্রিও করতেন৷ তার শিকার এক ব্যক্তি পালিয়ে গিয়ে পুলিশকে খবর দিলে মানুষের মাংসসহ কার্লেকে গ্রেফতার করে পুলিশ৷ দু’দিন পরে জেলেই আত্মহত্যা করেন কার্লে] #তিনিই হলেন জার্মানের ভয়ংকর সিরিয়াল কিলার ---সমাপ্ত---

আত্নহত্যা নাকি হত্যা পর্বঃ০১

- "আমার মনে হচ্ছে আমার স্বামীর একটি মেয়ের সাথে পরকীয়ার সম্পর্ক চলছে। আপনি একটু এব্যাপারে খোঁজ করুন এবং আসলেই কি আমার ধারণা সঠিক কিনা তা জানান।" - "আপাততঃ আমি এসব কেস নিচ্ছি না।" - "প্লিজ স্যার আমি অনেক বড় বিপদে আছি আমাকে একটু সাহায্য করুন। আপনার একটা সাহায্য একটা মেয়ের ঘর বাঁচাতে পারে।" - "আমি কোন ভাবেই এই কেস নিতে পারবো না।" মেয়েটা অনেক অনুরোধ করার পরে-ও ডিটেকটিভ বাহাদুর তার কেসটি নিতে মানা করে দেয়। মেয়েটি আর না পেরে বাহাদুর ইনভেস্টিগেশন এজেন্সি থেকে বেরিয়ে যায়। মেয়েটি বের হওয়ার পর বাহাদুর খবরের কাগজটি হাতে নিয়ে পড়তে লাগলো। এমন সময় নিহাল বললো, - "গত দুই দিন যাবত তুমি কোন কেসই নিতে চাইছো না আর এখন এই মেয়েটির কেসটি ও নিতে রাজি হলে না কিন্তু কেন?" অনেকটা অভিমানী স্বরে ডিটেকটিভ নিহাল এই কথা বললো। বাহাদুর খুব স্বাভাবিক ভঙ্গিমায় উওর দিল, - "আপাততঃ এসব কেসে ফোকাস করার ইচ্ছে নেই।" - "কিন্তু মেয়েটার স্বামীর কেসটা তো অনেক সহজ। শুধু কার সাথে অবৈধ সম্পর্ক চলছে এটা খুঁজে বের করতে পারলেই কেস সলভ হয়ে যাবে।" - "আচ্ছা এসব কথা বাদ দাও চলো বাইরে থেকে একটু ঘুরে আসা যাক।" - "কোথায় যাবে?" - "দেখি কোথায় যাওয়া যায়।" এই বলে বাহাদুর চেয়ার থেকে উঠে দাঁড়াতেই দেখল কিছুক্ষণ আগে যে মেয়েটি তার স্বামীর পরকীয়া সম্পর্কিত কেস নিয়ে এসেছিল সে তার কেসের ডিটেইলসের প্যাকেটটি ভুলক্রমে টেবিলে রেখে চলে গিয়েছে। বাহাদুর প্যাকেটটি তার পকেটে নিয়ে বিইএ থেকে বের হয়ে একটি রিকশা নিয়ে ২টি জায়গায় ঘোরাঘুরি করল। তবে ঘোরাঘুরি করার সময় বাহাদুর একটি কথাও বলেনি। ডিটেকটিভ নিহাল বুঝতে পারল যে বাহাদুর এখানে বেড়াতে আসেনি বরং বাহাদুর কেস ইনভেস্টিগেশন করতে এসেছে কিন্তু কোন কেস ইনভেস্টিগেশন করছে সেটা ঠিক বুঝে উঠতে পারছে না। অতঃপর জায়গা দুটি ঘুরে তারা দু'জন একটি চায়ের দোকানে বসলো আর সেখানেই তাদের সাথে দেখা হয়ে গেল পাশের থানার ইন্সপেক্টর জিহাদের সাথে। ইন্সপেক্টর জিহাদ তাদেরকে দেখতেই বলল, - "আসসালামু আলাইকুম ডিটেকটিভ। কেমন আছেন?" ডিটেকটিভ নিহাল উওর দিল, - "ওয়া আলাইকুমুস সালাম ইন্সপেক্টর। আলহামদুলিল্লাহ, আপনি?" - "জি আমিও ভালো তা এখানে কি কোন কেস ইনভেস্টিগেশন করতে এসেছিলেন?" - "হ্যাঁ আবার না দুটোই।" বাহাদুরের মুখ থেকে এমন উওর শুনে কিছুটা বিরক্তির স্বরে জিহাদ বললো, - "আচ্ছা বাহাদুর আপনি সবসময় এতটা রহস্য নিয়ে কথা বলেন কেন? কখনো তো স্বাভাবিকভাবে কথা বলেন।" জিহাদের একথার উত্তরে বাহাদুর একটি মুচকি হাসি দিল। - "বাহ আপনার হাসিতে ও রহস্য আছে।" একথা বলে জিহাদ চায়ে চুমুক দিল। কিছুক্ষণের নীরবতা কাটিয়ে জিহাদ আবারও বললো, - "হঠাৎ করেই এই এলাকায় আত্মহত্যার পরিমাণ বেড়ে গিয়েছে। আমার মনে হয় যারা আত্মহত্যা করে তারা তাদের জীবনকে বিন্দু পরিমানও ভালোবাসে না।" এই বলে জিহাদ তার হাতে থাকা ক্যাপটি মাথায় পরে চেয়ার থেকে উঠে দাঁড়াতে যাবে এমন সময় বাহাদুর বললো, - "কোন কেস কে এক এঙ্গেল থেকে দেখলে সেটা কোনদিনও সলভ করা সম্ভব না। একটা কেস কে একাধিক এঙ্গেল থেকে দেখলে তখনই কেসটা আসলে কিসের সেটা বোঝা যাবে এবং সলভ করাও সহজ হবে।" - "ঠিক কি বলতে চাচ্ছেন বুঝতে পারলাম না?" জিহাদ প্রশ্ন করলো এবং তার প্রশ্নের উওরে বাহাদুর বললো, - "হয়তো কেসগুলো কে একটা এঙ্গেল থেকে দেখছেন তাই আত্মহত্যা মনে হচ্ছে। যদি বিভিন্ন এঙ্গেল থেকে দেখেন এবং ভালোভাবে তদন্ত করেন তাহলে বুঝতে পারবে এগুলো আসলে আত্মহত্যা নাকি হত্যা!" - "আপনার ভাষ্য মতে যতগুলো আত্মহত্যার কেস সামনে আসছে সবগুলো হত্যা তাই তো?" - "আমার ভাষ্য বলতে কিছুই নেই ভালোভাবে তদন্ত করলে নিজেই সব প্রশ্নের উওর পেয়ে যাবেন।" বাহাদুর আর কথা না বাড়িয়ে সোজা হাঁটা শুরু করল। তার পিছু পিছু ডিটেকটিভ নিহালও হাঁটা শুরু করলো। ইন্সপেক্টর জিহাদ কিছু জিজ্ঞেস করতে যে ও যেন পারল না। এদিকে ডিটেকটিভ নিহালের মনে হাজারো প্রশ্ন। সে এতো-টুকু সিওর যে, তারা যে দুটি জায়গায় গিয়েছিল সেখানে বাহাদুর ঘুরতে যায় নি বরং কেস ইনভেস্টিগেশন করতে গিয়েছে। খানিক পরে তারা দুজন আবারো বাহাদুর ইনভেস্টিগেশন এজেন্সি তে পৌঁছাল। এজেন্সির ভেতরে প্রবেশ করতেই নিহাল বাহাদুর কে বললো, - "আমি খুব ভাল করেই জানি, যে দুটি জায়গায় আমাকে নিয়ে গিয়েছো বেড়াবে বলে আসলে সে দুটি জায়গায় তুমি ইনভেস্টিগেশন করতে গিয়েছিলেন। কিন্তু কোন কেস ইনভেস্টিগেশন করতে গিয়েছ তাতো বলেনি।" বাহাদুর স্বাভাবিক ভাবে প্রশ্ন করলো, - "যে দুটি জায়গায় গিয়েছিলাম সে দুটি জায়গা ঠিক কিরকম?" - "আবাসিক এলাকা, কিন্তু কোন কেস ইনভেস্টিগেশন করতে গিয়েছিলে সেটা তো এখনো বলনি?" - "একজন ডিটেকটিভের শুধু ভালো পর্যবেক্ষণ ক্ষমতা থাকলেই হয় না বরং তার থেকে প্রখর মেধার অধিকারী হতে হয় এবং পুরাতন জিনিস গুলো মনে রাখার অভ্যাস করতে হয়।" - "যেটা বলতে চাচ্ছ একটু সরাসরি বল।" - "গত মাসের ৩ তারিখ ও ১৯ তারিখের খবর কাজগুলো নিয়ে আসো। ওই টেবিলে তৃতীয় ডেস্কে আছে।" বাহাদুরের কথামতো নিহাল ডেস্ক থেকে গত মাসের ৩ তারিখ ১৯ তারিখের খবরের কাগজ গুলো বের করল এবং খবরের কাগজে দুটি বাহাদুরের সামনে দিল। বাহাদুর খবরের কাগজ হাতে নিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তারপর নিহালের কাছে নিয়ে বললো, - "গত মাসের ৩ তারিখের খবরের কাগজের ৮ নাম্বার পৃষ্ঠা ও ১৯ তারিখের খবরের কাগজের ১২ নাম্বার পৃষ্ঠা উভয়ের চতুর্থ কলামের ৫ নং খবরটি ভালো করে দেখো।" নিহাল খবর গুলো দেখে বললো, - "আরে এগুলো তো গত মাসে ঘটে যাওয়া আত্মহত্যা খবর গুলো।" - "তুমি এতটা সিওর হয়ে কিভাবে বলতে পারছো যে এগুলো আত্মহত্যা?" - "পুলিশ ইনভেস্টিগেশনে তো ওটাই বলা হয়েছে।" - "তুমি কি জানো না যে খবরগুলো দেখতে সাধারণত আত্মহত্যা মনেহয় সেগুলোর সঠিক তদন্ত হয় না? খবরের কাগজে যে ২ জনের ছবি দেখছ আমরা দুজন আজকে তাদের বাসার আশেপাশে গিয়েছিলাম। তবে দুঃখজনক বিষয় বাসার আশেপাশে তেমন সন্দেহভাজন কোন জিনিসই খুঁজে পেলাম না যেটার মাধ্যমে আমি বলতে পারবো যে এইগুলো হত্যা। বাসার আশেপাশে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল আর এমনটা হওয়াও স্বাভাবিক কারণ আমি প্রায় ১ মাস পরে কেসগুলো হাতে নিয়েছি। এতদিনে অল্প ক্লু থাকলে সেগুলো হারিয়ে গেছে। চাইলে তাদের বাসার ভেতরে ঢুকে তদন্ত করতে পারতাম কিন্তু পুলিশ অফিসারেরা যেভাবে তদন্ত করেছিল মনেহয় না কোন ক্লু পেতাম তাই তাদের বাসার ভেতরেও ঢুকিনি। তবে এখনো আমার মন বলছে যে এই কেসগুলো আত্মহত্যা না বরং হত্যা। তবে কোন ক্লু না পাওয়া পর্যন্ত আমি কিছুই প্রমাণ করতে পারবো না।" - "এখন বুঝতে পারলাম আজকে সকালে যে মেয়েটি এসেছিল তার স্বামীর কেস নিয়ে তুমি কেন সে কেসটি নিতে চাওনি। তবে যে কেসটা নিয়ে বর্তমানে তুমি স্টাডি করছ সেটাতো সম্পূর্ণ ক্লু বিহীন কেস। তাই এটার কোন ফলাফলেই আমরা সহজে পৌঁছাতে পারবো না। আর কোন ফলাফলে পৌঁছাতে না পারলে এইগুলা যে হত্যা সেটাও প্রমাণ করা সম্ভব হবে না।" - "এই দুটি খবরের কাগজের আত্মহত্যার খবর দুটি পাশাপাশি রাখ আর ছবিগুলো ভালো করে দেখ। তাহলেই বুঝতে পারবে এগুলো আত্মহত্যা নাকি হত্যা।" ছবিগুলো পাশাপাশি রেখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর নিহালের ধারণাও পাল্টে গেল। কারণ ছবির দুজনের আত্মহত্যার পদ্ধতিটা একই। ডান হাতে ব্লেড ও বাম হাতের শিড়া কাটা। নিহাল বললো, - "মনে হচ্ছে এ-ই খুনগুলোর খুনি একজনই।" - "তুমি ঠিক ধরেছ সবগুলোর খুনি একজনই। তবে এই একটা মিল দিয়ে আমারা কিছুই প্রমাণ করতে পারবো না।" - "বাহাদুর আমার তোমার প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে। যেহেতু এই কেসটা তুমি হাতে নিয়েছ আশা করি এই কেসের শেষ তুমি দেখেই ছাড়বে। কিন্তু তার আগে আমাদের থেকে একটু অন্য ভাবেও চিন্তা করতে হবে। যেহেতু আমরা প্রাইভেট ডিটেকটিভ তাই আমাদের কাছে যেসব কেস আসবে আমরা যদি সেগুলো নিতে মানা করে দেয় তাহলে পরবর্তীতে হয়তো অনেকেই কেস দিতে চাইবে না। শুধু তাই না কেস না নেওয়া যেমন আমাদেরকে আর্থিক ভাবে ভালো আঘাত করছে তেমনি মানুষদের কে সার্ভিস দেওয়া থেকে ও দূরে সরিয়ে দিচ্ছে। তাই আমি বলবো আজকে সকালে যে মেয়েটা এসেছিল তার স্বামীর কেস নিয়ে তুমি ওই কেসটা হাতে না-ও। যেহেতু মেয়েটা নিজ থেকেই বলেছে তার স্বামীর পরকীয়ার সম্পর্ক চলছে সেহেতু কেসটা আরও বেশি সহজ হয়ে গেল। এখন আমরা শুধু ওই মেয়েটা কে খুঁজলেই হবে যে পরকীয়া সম্পর্কের মূল। এই কেসটা সলভ হয়ে গেলে তারপর নাহয় অন্য কেস নিয়ে ভালো ভাবে চিন্তা করবে।" অতঃপর বাহাদুর নিহালের কথায় সম্মতি জানালো। বাহাদুরের সম্মতি পেয়ে নিহাল যেন আকাশের চাঁদ হাতে পেল। উচ্ছসিত কন্ঠে জিজ্ঞেস করল, - "তা কেসটা কিভাবে তদন্ত শুরু করবে?" - "আমার কাছে মেয়েটার স্বামীর কেস ডিটেলসের প্যাকেট টি আছে। আগে ভালো করে কেসের ডিটেইলস দেখি তারপর সিদ্ধান্ত নেব কিভাবে কেসটা তদন্ত শুরু করবো।" যে-ই ভাবা সেই কাজ, বাহাদুর তার পকেটে থেকে কেসের ডিটেলসের প্যাকেট টি বের করে সেটি খুলতেই একটি ছেলে ও একটি মেয়ের ছবি বেরিয়ে আসলো। ছবিগুলোর পেছনে লেখা দেখেই বোঝা যাচ্ছে যে ছেলের ছবিটি হলো মেয়েটির স্বামীর। নাম আসফাক আহমেদ আর মেয়ের ছবিটি হলো মূল আসামির অর্থাৎ আসফাক আহমেদের যার সাথে পরকীয়ার সম্পর্ক চলছে তার। মেয়েটির নাম অন্তরা খানম। বাহাদুরের হাত থেকে ছেলের ছবিটি নিয়ে নিহাল এক প্রকার চেঁচিয়ে বলে উঠলো, - "আরে এই ভদ্রলোককে তো আমি আগেও দেখেছি!" - "কোথায় দেখেছ?" বাহাদুর অনেকটা কৌতুহলী হয়ে এই প্রশ্ন জিজ্ঞেস করল। - "পাহাড়তলীর ডেলা টাওয়ারের সামনেই তার সাথে দেখা হয়েছিল। তবে আমাদের দেখা হওয়ার দৃশ্যটি খুবই অদ্ভুত ছিল। আমি ডেলা টাওয়ার অতিক্রম করে সামনে অগ্রসর হচ্ছিলাম আর তিনি ঢুকছিলেন এমন সময় আমাদের দুজনের একে অপরের সাথে খুব বাজে ভাবে ধাক্কা লাগে। যার ফলে তিনি তার বাঁহাতে খুব বেশি ব্যাথা পান এবং তার হাতে থাকা জিনিসগুলো পরে যায়। তারপর আমি নিজে সেসব জিনিস গুলো তার বাসা পর্যন্ত নিয়ে যায়। তবে অদ্ভুত ব্যাপার হলো ভদ্রলোক ধন্যবাদ দেওয়া তো দূরে থাক আমার মুখের উপর এমনভাবে দরজা বন্ধ করলেন যেন ঘরের মধ্যে অনেক মূল্যবান কিছু লুকিয়ে রেখেছেন।" - "তোমার কি মনে আছে কত তলার কত নাম্বার ফ্ল্যাটে তার বাসা?" - "হ্যাঁ মনে আছে, অষ্টম তলার বি নাম্বার ফ্ল্যাট।" - "চলো তাহলে এখনই যাওয়া যাক।" - "এত রাতে?" - "রাতদিন বলতে কিছুই নেই, কেস যেহেতু হাতে নিয়ে ফেলেছি তাই আর দেরি না করে তদন্ত শুরু করে যাক।" অতঃপর তারা দুজন একটি রিকশা নিয়ে সোজা ডেলা টাওয়ারের সামনে উপস্থিত হলো কিন্তু উপস্থিত হওয়ার পর বুঝতে পারল ডেলা টাওয়ারে নিশ্চয় কোন ঝামেলা হয়েছে। পার্কিং এরিয়ায় দুইটি পুলিশের গাড়ি আর আশেপাশে কয়েকটি পুলিশ গুলি হাতে দাঁড়িয়ে আছে। শুধু তাই না টাওয়ারের ভেতরেও অনেকগুলো পুলিশ। দূর থেকে দেখলে মনে হচ্ছে সপ্তম অথবা অষ্টম তলায় অনেকগুলো পুলিশ একত্রে জমা হয়েছে। টাওয়ারের আরেকটু কাছাকাছি যেতেই একজন দারোয়ান তাদেরকে আটকে বললো, - "স্যার এখন ভেতরে যাওয়া নিষেধ।" - "কি হয়েছে?" বাহাদুর দারোয়ানকে জিজ্ঞেস করতেই প্রতি উত্তরে দারোয়ান বলল, - "অষ্টম তলায় একজন আত্মহত্যা করছে।" শুরুতেই দারোয়ানের মুখ থেকে এমন কথা শুনবে তা তারা কল্পনা ও করেনি। তাও নিজেকে সংযত রেখে বাহাদুর তার পকেট থেকে ছবিদুটি বের করে আসফাক আহমেদের ছবিটি দারোয়ানের দিকে এগিয়ে দিয়ে অনেকটা ভয়ার্ত কন্ঠে জিজ্ঞেস করল, - "দেখুনতো ছবিতে থাকা এই ভদ্রলোকটি আত্মহত্যা করেছে নাকি অন্য কেউ?" দারোয়ান ছবিটি তার হাতে নিয়ে বললো, - "হ্যাঁ আসফাক সাহেবই আত্মহত্যা করেছেন। বড্ড ভালো মানুষ ছিলেন তিনি। কেন যে আত্মহত্যা করলেন কিছুই বুঝতে পারছি না।" নিহাল ও বাহাদুর দু'জনেই একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। ঠিক এই মুহুর্তে কি বলা উচিত তারা দু'জন তা বুঝতে পারছে না। তারা দু'জনেই এক অদ্ভুত ভাবনার মধ্যে ডুবে গেল। তবে তাদের ভাবনার ছেদ ঘটিয়ে দারোয়ান বাহাদুরের হাতে থাকা মেয়ের ছবিটি নিয়ে জিজ্ঞেস করল, - "এই ছবিটি আপনারা কোথায় পেয়েছেন?" বাহাদুর জিজ্ঞেস করল, - "আপনি কি এই মেয়েটাকে চিনেন আর মেয়েটাকে কি কখনো আসফাক আহমেদের সাথে দেখেছেন?" - "জি চিনি এবং অনেকবার দেখেছি।" দারোয়ানের একথা শুনে নিহালের মুখে হাসি ফুটে উঠলো। তারমানে তারা আসল অপরাধীর খুব কাছে। নিহাল দ্বিগুণ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, - "শেষ কবে দেখেছিলেন?" - "মারা যাওয়ার আগে।" - "মারা যাওয়ার আগে মানে!" - "ছবির মেয়েটা আসফাক আহমেদের স্ত্রী ছিলেন। ১ বছর আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন আর আজকে আসফাক সাহেব আত্মহত্যা করেছেন.... চলবে, গল্পঃ #আত্মহত্যা_নাকি_হত্যা পর্বঃ০১