Travelers Of Bang লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Travelers Of Bang লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সাজেক ভ্যালি যাবেন তাদের জন্য কিছু উপদেশ

সাজেক এর জন্য কিছু উপদেশঃ- ১. একা যাবেন না, মজা করতে পারবেন না। ২. একবার গেলে আপনার জীবন স্বার্থক হবে, মনে করবেন টাকা গুলো স্বার্থক হয়েছে। ৩. কংলাক পাহাড় অনেক দূরে হলেও যাইতে ভুলবেন না, ঐখানে গিয়ে দৃশ্য দেখার পর আপনি নিজেকে স্বার্থক মনে করবেন। ৪. ব্যাম্বু চিকেন আর রুটি(পরাটা) এটা মিস করবেন না। ৫. যাওয়ার আগে কটেজ বুকিং দিবেন নাহলে ভালো কটেজ পাবেন না। (অফ ডে শনি-বুধ) এ-সব দিন যাবেন। ৬. হ্যালিপ্যাড, সাজেক ০ পয়েন্ট, রুণময় কটেজ এর সামনে ছবি তুলবেন। সাজেক এই এই ৩টাই প্রমানিত। ৭. পানি নষ্ট করবেন না, সেখানে পানি পাওয়া যায়না, তাদের কে ৭ কিলোমিটার বা তার বেশি দূরে ভূপৃষ্ঠ থেকে পানি আনতে হয়৷ সবসময়ই ডাস্টবিন ব্যবহার করবেন। ৮. কংলাক পাহাড় উঠার সময় ১০ টাকা দিয়ে একটা বাশ কিনবেন, যা আপনাকে উঠতে সাহায্য করবে। ৯. আলু টিলা গুহা যাওয়ার সময় ওই বাশ অবশ্যই সাথে নিবেন, কারণ গুহায় কিছু যায়গা গর্ত আছে যেমন আমি নেই নি বলে গর্তে কোমড় পর্যন্ত ডুবে গেছিলাম😓 (গুহা অনেক অন্ধকার তাই টর্চ লাইট / মোবাইল এর ফ্ল্যাশ ব্যবহার করবেন৷ অসাধারণ ভিতর টা৷ শিরি গুলো সাবধানে নামবেন।) ১০. আঁকাবাঁকা পথের মজাটা নিতে চাইলে কক্সবাজার এর আগে সাজেক চলে যান। ১১. ছাতা অবশ্যই সাতে নিবেন, প্রয়োজনীয় ঔষধ সাথে নিবেন। ১২. S Alam Service বাস এ যাইতে পারেন অনেক ভালো বাস, ঢাকা ফকিরাপুল কাউন্টার।। ১৩. ভ্রমণ বেলা Arup Bappi দাদার সাথে যোগাযোগ করতে পারেন, তিনি প্রতি শনিবার সাজেক এর ইভেন্ট করে। ১৪. Robi/Airtel সিম নিবেন, ওইখানে গিয়ে PUBG / Free Fire খেলতে পারবেন৷ Full 4G Network ১৫. খুব ভোরে উঠে সূর্যদয় দেখবেন, রাতে বেলকনিতে দাঁড়িয়ে মেঘ দেখবেন। ১৬. গ্রুপে যাবেন খরচ কম হবে। ৪/৮/১২ জনের গ্রুপ। ১৭. বিদ্যুৎ ব্যবস্থা অনেক ভালো, সবসময় কারেন্ট পাবেন। সুতরাং মোবাইল / ক্যামেরা চার্জ নিয়ে টেনশন করতে হবেনা। ©✔️✔️