কারন স্বাস্থ্যমন্ত্রী, আমলা, ঠিকাদারসহ এই সিন্ডিকেট স্বাস্থ্য খাতের যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তা ১৮ কোটি মানুষের সবাইকে সমান ভাগে ভাগ করে দিয়েছে, তাইনা?
তা না হলে অক্সেজেনের অভাবে, চিকিৎসার অভাবে রাস্তায় ঘুরতে ঘুরতে মরে যাওয়া মানুষগুলো এই দূর্নীতির দায় কেন নেবে? নকল মাস্ক আর ভূয়া পিপিইর কারনে মরে যাওয়া ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীরা এই দূর্নীতির দায় কেন নেবে?
আপনি, আমি কিংবা এদেশের যেকোনো একজন সাধারন মানুষ এই মহাডাকাত সিন্ডিকেটের হরিলুটের দায় কেন নেবো?
জনাব ডিজি সাহেব, নিচের দিকে নয় সাহস থাকলে আঙ্গুল উপরের দিকে তুলুন। জনগনকে কাঠগড়ায় দাঁড় করাবেন না।
জনাব ডিজি সাহেব, নিচের দিকে নয় সাহস থাকলে আঙ্গুল উপরের দিকে তুলুন। জনগনকে কাঠগড়ায় দাঁড় করাবেন না।
Shob chor
উত্তরমুছুনVal
উত্তরমুছুন