COVID-19 নিয়ন্ত্রণে অনিয়মের ব্যাপারে বাংলাদেশ চ্যাম্পিয়ান '"চাই সঠিক সিদ্ধান্ত - শুদ্ধ স্বাস্থ্য ব্যবস্থা "
COVID-19 নিয়ন্ত্রণে অনিয়মের ব্যাপারে বাংলাদেশ চ্যাম্পিয়ান কিনা বলতে
পারবো না, কিন্তু আমার নিজের কাজের সূত্রে যতগুলো দেশের কথা জানি তার মধ্যে
আমাদের স্থান যে সবার উপরে তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই | শুধু অনিয়ম হলেও
কথা ছিল না | কঠোরতা দিয়ে সেটাকে নিয়মের মধ্যে হয়তো আনা যেত | কিন্তু, পা
থেকে মাথা পর্যন্ত যদি থাকে অদক্ষ, বাটপার, চোর, আর নীতি-বৰ্জিতদের আধিক্য
তাহলে এতো অল্প সময়ের মধ্যে তার সমাধান স্বয়ং ফেরেশতা এসেও করতে পারার কথা
নয় |
চিকৎসার কথা নাহয় নাইবা বললাম | আম্মাসহ অনেক আত্মীয় বন্ধুদের
হারানো আর তাদের হাসপাতালে যাওয়ার অভিজ্ঞতা থেকেই বোঝা যায় সাধারণ মানুষ
কি দুরাবস্থায় আছে|
এখন আসি COVID-19 শনাক্তের প্রসঙ্গে | আমাকে কি
দ্বিতীয় কোনো দেশের নাম বলবেন যেখানে সাধারণ নাগরিকদের টাকার বিনিময়ে
COVID-19 টেস্ট করতে হয়? দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে খবর নিন| কোথাও
COVID-19 টেস্ট করতে গেলো নাগরিকদের টাকা লাগে? পূর্ব এশিয়ার গরিব দেশ
যেমন লাওস, ক্যাম্বোডিয়ার দিকে তাকান | কোথাও একজন নাগরিকের COVID-19 টেস্ট
করতে টাকার প্রয়োজন হয় না - দাতা গোষ্ঠী এবং সরকার বহন করে | অবশ্য,
বিদেশিদের লাগে| টাকা যেহেতু লাগে না, টেস্ট নিয়ে বাণিজ্য করারও কোনো সুযোগ
নাই | জনস্বাস্থ্যের গুরুত্বের কথা বিনেচনে এনে এবং টাকা-পয়সার জটিলতা
এড়াতে প্রায় সব দেশগুলোতে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানকেই টেস্ট করা
সংক্রান্ত যাবতীয় কাজের দায়িত্ব দেওয়া হয়েছে |
কিন্তু, বাংলাদেশ?
কথায় কথায় আমরা অর্থনৈতিক উন্নয়নের কথা বলি, COVID-19 এর মধ্যেও জিডিপি
প্রবৃদ্ধির উর্ধগমনের স্বপ্ন দেখি | কিন্তু, নাগরিকদের প্রয়োজনে COVID-19
টেস্ট বিনামূল্যে করতে পারি না? এই সেবাটি বিনামূল্যে দেওয়ার ক্ষমতা কি
আসলেই আমাদের ছিল না ? নাকি কিছু বাটপার, চোর, দুর্নীতিবাজদের সুযোগ করে
দেওয়ার জন্যই COVID-19 টেস্ট এর উপর মূল্য আরোপ করা হয়েছিল? আমারতো মনে হয়
মূল্য আরোপের ব্যাপারটি ছিল একেবারেই পরিকল্পিত | আশা করবো মাননীয় প্রধান
মন্ত্রী নিজেই বিষয়টিকে খতিয়ে দেখবেন এবং দেশের মানুষদের সাথে যারা
বিস্বাসঘাতকতা করেছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিবেন | যে অব্যবস্থা
শাহেদ-সাব্রিনাদের তৈরী হতে অনুপ্রাণিত করেছে সেই অবাবস্থ্য তৈরির পেছনে
যারা আছে তাদের অবশই চিহ্নিত করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে |
দুর্নীতির কথা বাদ দিলাম | ভেবে দেখুন, মূল্য আরোপের কারণে যদি একজন
COVID-19 রোগী টেস্ট না করায়, এবং রোগ নিয়ে যত্রতত্র ঘুরে বেড়ায় তাহলে সেটা
জনস্বাস্থ্যের জন্য কতটা হুমকি? একজনের মাধ্যমে কতজন সুস্থ ব্যক্তি
সংক্রামিত হবে? অন্য কোনো সাধারণ রোগ হলে কথা ছিল কিন্তু আমরা যুদ্ধ করছি
COVID-19 এর মতো একটি অতিমাত্রায় সংক্রামক মরণ ব্যাধির সাথে |
জন
স্বাস্থ্যের এই গুরুত্বের কথা বিবেচনায় এনেই অন্য সব দেশ সকল নাগরিকদের
জন্য বিনামূল্যে COVID-19 টেস্ট করার ব্যবস্থা করেছে সরকারি প্রতিষ্ঠানের
মাধ্যমে | আর আমাদের দেশ করলো উল্টোটি | কেন? যাতে করে COVID-19 নিয়ে কিছু
অসাধু প্রতিষ্ঠান ও ব্যক্তি বাণিজ্য করতে পারে - নাগরিকদের ঠকাতে পারে,
বিদেশের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারে |
আশা করবো
অনতিবিলম্বে বাংলাদেশ সরকার নাগরিকদের প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে
পর্যাপ্ত সংখক COVID-19 টেস্টের ব্যবস্থা করবেন, এবং যাদের ইচ্ছাকৃত ভুল
সিদ্বান্তের কারণে টেস্ট নিয়ে দুর্নীতি ও বাটপারি বাণিজ্যের সুযোগ সৃষ্টি
হয়েছে তাদের বিচারের ব্যবস্থা করবেন |
ব্যবস্থা শুদ্ধ হলে অধিকাংশ ব্যক্তিই শুদ্ধ হতে বাধ্য | তা নাহলে এক শাহেদ-সাব্রিনার শূন্য স্থান শতজনে পূরণ করবে |
We want bakcine
উত্তরমুছুনRight sir
উত্তরমুছুন