রাস্তা-ঘাটে মানুষের মাস্কের ব্যবহার এখন বিনোদনের অংশ হয়ে গেছে
রাস্তা-ঘাটে মানুষের মাস্কের ব্যবহার এখন বিনোদনের অংশ হয়ে গেছে। মাঝে মাঝে এমন পিকিউলিয়ার সব মানুষ দেখি। রাগ করা বাদ দিয়ে, বিনোদিত হই।
সেদিন একটা দেখলাম, সুন্দর মাস্ক পরে আছে। যেই হাঁচি এসেছে, তখন মাস্ক নামিয়ে হাঁচি দিল! মাস্ক নামিয়েই যখন হাঁচি দিবি, তোর মাস্ক পরার দরকারটা কি? এটা সত্য দীর্ঘক্ষণ মাস্ক পরায় অনেকেই অভ্যস্ত না বলে একটু নামিয়ে রাখে। কিন্তু অনেক মানুষ দেখি, ওরা মাস্ক কখনই মুখে লাগিয়ে রাখেনা। ওদের কাজই হলো থুতনিতে সার্বক্ষণিক মাস্ক পরে রাখা।
মাস্কে হাঁচি দেওয়া ঠিক না ৷ নিজের জীবাণু বাইরে থেকে শক্তিশালী হয়ে নিজের কাছেই ফিরে যাবে৷
সেদিন দেখলাম একজন প্যান্টের বেল্টের সাথে মাস্ক ঝুলিয়ে রেখেছে যেভাবে চাবীর রিং ঝুলিয়ে রাখে! সবচেয়ে মারাত্মক লেগেছিল, কনুইতে মাস্কের ব্যবহার। ওইটার আবার আমি পেছন থেকে ছবিও তুলে রেখেছিলাম।
অজায়গায় মাস্ক না পরে ঠিক জায়গায় মাস্ক পরুন। মুখ আপনার মুখের জায়গায়। আপনার গলায় না।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Sotho kotha
উত্তরমুছুনSo funny
উত্তরমুছুন