পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনে করে তারাই দেশের সেরা পাবলিক

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনে করে তারাই দেশের সেরা পাবলিক। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনে করে তারাই দেশের সেরা পাবলিক। আবার এই দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বুঝি গরু-গাধাই!!! এসব দেখে আমি মোটেও আশ্চর্যিত হইনা আর!! . কিন্তু সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো, এর কোনোটাতেই পা না রাখা কিছু পাবলিক অর্থ্যাৎ ভার্সিটির পড়ালেখা বা সার্টিফিকেট সম্পর্কে কোনোরকমেরই ধারণা না থাকা পাবলিকরা এই তিন ভার্সিটির পাবলিকদেরই মনে করে জাতীয় গরু-গাধা…. তাদের মতে এগুলা সব বালপাকনা পোলাপান!!! . বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ মেধাবী ছাত্র-ছাত্রী আছে তা এরা কল্পনাও করতে পারেনা!!! . পৃথিবীর সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশী কোনো বিশ্ববিদ্যালয় নেই তার মানে তো এই নয় এইসব বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো মেধাবী সূর্যসন্তানরা নেই!! আপনি নিজেই তা আপনার চারপাশে পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছেন, ভাই! তবুও এত হিপোক্রেসী কি জন্যে বলেন তো??? . আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার সাথে বাংলাদেশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার তুলনা করলে কেবল বোকামীই করবেন। বাংলাদেশের মত একটা রাজনৈতিক অস্থিতিশীল ও সকল ক্ষেত্রেই দুর্নীতিগ্রস্ত দেশের শিক্ষাব্যবস্থাও ত্রুটিপূর্ণ এটা না বুঝলে চলে? এখানকার বিশ্বদ্যিালয়গুলো মুলতঃ সেশন জট, নোংরা ছাত্ররাজনীতি, মেধাবীদের সুযোগ-সুবিধার অভাব, বাস্তব জীবনমুখী শিক্ষার অভাবে পৃথিবীর অন্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় পিছিয়ে আছে। . আপনি ডিগ্রী কলেজে পড়েই যদি নিজেকে এত জ্ঞানী ও মেধাবী ভাবতে পারেন তাহলে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশুনা করা ছাত্র-ছাত্রীরা কেনো নিজেদের উচ্চশিক্ষিত বা মেধাবী ভাবতে পারবে না, বলুন??? . বাংলাদেশী কোনো বিশ্ববিদ্যালয় কেনো পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় নেই সেই চিন্তায় নিজের ঘুম হারাম না করে নিজে এমন কিছু করে দেখান যেটা শুধু বাংলাদেশেই নয় পুরো পৃথিবীতে রোল মডেল হয়ে থাকবে….. . কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থী!!! দয়া করে অযথাই কেউ এটা নিয়ে আমার সাথে বা অন্য কারো সাথেই কখনো তর্ক করবেন না। যে যেই বিশ্ববিদ্যালয়েই লেখাপড়া করুক না কেনো সবার আগে মানুষের মত মানুষ হওয়া প্রয়োজন সবারই……. গাদাগাদা, মোটা মোটা বইগুলো মুখস্ত করে আপনি হয়তো উচ্চশিক্ষিত এবং বড় কোনো পদের চাকুরে হতে পারবেন…. . কিন্তু, মানুষের মত মানুষ এবং একজন বড় মাপের মানুষ ও বড় মনের মানুষ হতে হলে অবশ্যই অবশ্যই আপনার মধ্যে মানবিকতা, উদারতা, নিরঅহংকারীতা , মানুষকে সম্মান করতে জানা, মানুষের সাথে আন্তরিক ব্যবহার করা, কারও অনুভূতিকে অসম্মান না করা, নিজের চেয়ে কম যোগ্যতার মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য না করা এসব মানবিক গুণাবলীও থাকতে হবে…… . আর আপনি এগুলো শিখবেন আপনার পরিবার, পরিবেশ ও সমাজ থেকে… কিছু জিনিস থাকে যেগুলো পরিবার থেকে না শিখলেও মানুষ নিজের বিবেকের দ্বারা করে . আপনি একজন উচ্চ ডিগ্রীধারী উচ্চশিক্ষিত এবং অনেক বড় পেশার মানুষ হয়েও আপনার মধ্যে যদি এসব গুণাবলীর অভাব থাকে তাহলে ধরে নেবেন, আপনার পারিবারিক-সামাজিক-সাংস্কৃতিক-নৈতিক-ধর্মীয় শিক্ষা এগুলোর অভাব আছে…. সেইসাথে এটাও ধরে নেবেন আপনি ভাই উচ্চশিক্ষিত হতে পারেন, কিন্তু মানুষ হিসেবে আপনি খুবই অহংকারী, অযোগ্য, অসভ্য, খুব স্বার্থপর এবং খুবই নিচু মনের মানুষ!!!!! . আর আপনি যদি সত্যিই এমন খবিশ টাইপের মানুষ হয়েই থাকেন তবে আমি আশা করবো পৃথিবীর এই ভয়ংকরতম সংকটময় দিনে আপনি নিজেকে সংশোধন করবেন…. আদারওয়াইজ গো টু দ্যা হেল!!! . ছেলে, মেয়ে উভয়কেই বলা... একজন উচ্চশিক্ষিত ও বড় পেশার পরিচিত মানুষের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে খুবই মনোক্ষুণ্ণ হলাম...... :)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন