বেশ কিছু শিশু হত্যার শিকার হয়েছে নিজের বাবা-মা অথবা পরিবারের সদস্য দ্বারা

সাম্প্রতিক সময়ে আপনারা লক্ষ্য করে থাকবেন, বেশ কিছু শিশু হত্যার শিকার হয়েছে নিজের বাবা-মা অথবা পরিবারের সদস্যর দ্বারা। কোভিডের কারণে দরিদ্র মানুষগুলোর কেউ কেউ অর্থনৈতিক সমস্যায় পড়ে আচরণগতভাবে হিংস্র হয়ে উঠেছে যার ফল ভোগ করছে শিশুরা। হত্যার খবরগুলোয় শুধু পত্রিকাতে আসে। কিন্তু শিশুরা নিজেরই পরিবারে নির্যাতনের শিকার হয় সেগুলোর খবর আমরা কতজন জানি? যেহেতু স্কুল বন্ধ, ঘরে বসে বসে বাচ্চাদের মানসিকতায় একটা বিরুপ প্রভাব পড়ছে, ফলে অনেক বাবা-মা এমন পরিস্থিতিকে সন্তানের সাথে হিংস্র আচরণ করেন। একটি শিশু যদি নিজের পরিবারেই নির্যাতনের শিকার হয় এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। বাচ্চারা ভুল করে, কোনটি ভুল কোনটি সঠিক সম্পর্কে তাদের জ্ঞান নেই। এমন সময় উত্তেজিত না হয়ে, বাচ্চাদের সাথে সুন্দর আচরণ করে বুঝিয়ে বলুন। আমরা অনেকেই মনে করি, মারলেই মনে হয় বাচ্চা সঠিকভাবে মানুষ হয়। কিন্তু এটি একটি ভ্রান্ত ধারণা। মার না, ভালবাসা দিয়ে বাচ্চাদের কাছে টেনে নিন। অতিরিক্ত শাসন কিংবা অতিরিক্ত আদর কোনোটাই কল্যাণকর নয়।একটা ব্যালেন্স থাকা প্রয়োজন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন