হাতির মালিক কিছুটা হেঁসে উত্তর দিল, "হাতিটা যখন ছোট ছিল তখন সে অনেক অসুস্থ ছিল। তখন আমি হাতিটাকে এই চিকন দড়ি দিয়ে আটকে রাখতাম। তখন হাতিটা অনেক চেষ্টা করেছে দড়িটা ছিঁড়ে ফেলার জন্য, কিন্তু তখন হাতিটা ছোট আর দুর্বল থাকার কারনে বার বার সে ব্যর্থ হয়েছে। সে থেকে এখন পর্যন্ত হাতিটা বড় এবং শক্তিশালী হয়েছে ঠিকই কিন্তু ঐ দিনের ব্যর্থতার কারনে সে সারা জীবনের জন্য ধরে নিয়েছে যে এই দড়িটি কখনো তার পক্ষে ছিঁড়া সম্ভব নয়। তাই সে এখন এই চিকন দড়িটি ছেঁড়ার আর কোন চেষ্টাই করেনা।"
★আমরা প্রতিটা মানুষ ঠিক ঐ হাতির মতই। ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি যে এই
কাজ তোর দ্বারা সম্ভব না। কিছু একটা করতে গিয়ে যখন ব্যর্থ হই তখন থেকেই
মনে হয় সত্যি এই কাজ আমার দ্বারা হবে না। আর এই 'আমার দ্বারা হবে না' এই
কথাটা প্রতিনিয়ত আমাদের আত্ববিশ্বাসকে নষ্ট করে দেয়। একটা সময় আমরা হাতির
মত শক্তিশালী হই ঠিকই কিন্তু অনেক আগেই আত্ববিশ্বাস হারিয়ে ফেলার কারনে সেই
সামান্য ব্যর্থতার দড়িটিকে ছিঁড়ে ফেলতে পারি না।
দয়া করে কখনো আত্ববিশ্বাস হারাবেন না।
দয়া করে কখনো আত্ববিশ্বাস হারাবেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন