ব্যবসার জন্য এখন খারাপ সময় কিন্তু এই অসময়েই অনেক কে নামতে হচ্ছে ব্যবসায়।
বন্ধু তালিকায় থাকা বিভিন্ন পেশার অনেকেই চাকুরি হারিয়েছেন। খুব শীর্ঘই
যে আরেকটি চাকুরী পাবেন তার নিশ্চয়তা নেই।
পরিবার পরিজন নিয়ে খারাপ
সময়ে কি করা যায় তা ভাবছেন অনেকেই। কেউ কেউ অনলাইনে বেচাকেনা করতে চাইছেন
পণ্য। সেই তালিকায় মধু আম তৈল ঘি মাছ মশলা এসবেই বেশি দেখলাম।
অনেকেই ঝুকছেন এসব নিত্য প্রয়োজনীয় প্রডাক্টের দিকে।
তবে আমার ধারণা এসব থেকে ভাল রেসপন্স পাবেন না। আপনাকে পণ্য নির্বাচনে আরেকটু ব্যাতিক্রমী ভাবনার মধ্য দিয়ে যেতে হবে।
অনলাইনে নিজের প্রতিষ্ঠানের ব্রাণ্ড আইডেন্টি তৈরি করাটাও জরুরী।
অনেকেই ভাবছেন কিনলাম আর বেচলাম হয়ে গেল ! মোটেও সহজ না। আপনাকে কিনে
জিততে হবে। নাহলে বেচে লাভ করতে পারবেন না। যাদের থেকে পণ্য নিবেন সেই
সোর্স গুলির সংগে স্টং রিলেশন তৈরি করাটা জরুরী। কম লাভ করে বেশি সেলের
ভাবনা রাখতে হবে। সংগে এই প্রডাক্ট অন্যরা কত বেচতেছে আপনী কত বেচবেন এবং
কেন আপনার টা গ্রাহক কিনবেন এই বিষয়ে আপনাকে সিরিয়াসলী ভাবতে হবে।
সেল না হলে হতাশ হবেন না।
বরং অলশ সময়ে আরো কি পণ্য আপনী সংগ্রহ করতে পারেন তা নিয়ে ভাবতে পারেন।
নিজের প্রচারণা নিজেই করতে হয় তাই লজ্জা আর দ্বিধা ঝেড়ে ফেলুন।
শুধু অনলাইনের ফেসবুক নয় সব সামাজিক মাধ্যমেই আপনার কাজ করতে হবে। পাশাপাশি অফলাইনেও গ্রাহক বাড়াতে হবে।
আশা করছি টিকে থাকলে একদিন ভাল কিছু হবে। শুভ কামনা সবার জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন